১ ফুট কত মিটার । ফুট ও ইঞ্চি থেকে মিটার রূপান্তরের ক্যালকুলেটর

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রো-বিডি নিউজ ২৪.কম- এ আপনাদের সবাইকে স্বাগতম।

আমাদের প্রাত্যহিক জীবনে কোনো না  কোনো সময় বিভিন্ন কাজে দৈর্ঘ্য পরিমাপ করতে হয়। যেমনঃ ফুট থেকে মিটার, ইঞ্চি থেকে মিটার ইত্যাদি। আর এটি তখনই সহজ হবে যখন আমরা  দৈর্ঘ্য পরিমাপের সঠিক মান জানবো। তাই আজকে আমরা উদাহরণসহ ১ ফুট কত মিটার,১ ইঞ্চি সমান কত মিটার নিয়ে আলোচনা করবো। তাছাড়া আপনাদের সুবিধার্থে যেকোনো মানের জন্য  ফুট ও ইঞ্চি থেকে মিটার রূপান্তরের ক্যালকুলেটর দিয়েছি।

one-feet-equals-how-many-meter
১ ফুট কত মিটার 


১ ফুট কত মিটার 

১ ফুট সমান ০.৩০৪৮ মিটার।

আশা করি এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ১ ফুট সমান কত মিটার তাহলে সহজেই বলে দিতে পারবেন ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার। চলুন একটি উদাহরণ  এর মাধ্যমে দেখে আসি-

6 ফুট সমান কত মিটার

তাহলে এর উত্তর হবে- 

১ ফুট সমান ০.৩০৪৮ মি. সুতরাং 6 ফুট সমান= 6*0.3048=1.83 মিটার


১ ইঞ্চি সমান কত মিটার

১ ইঞ্চি সমান ০.০২৫৪  মিটার।

এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ১ ইঞ্চি সমান কত মিটার তাহলে সহজেই বলে দিতে পারবেন ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার। চলুন একটি উদাহরণ  এর মাধ্যমে দেখে আসি-

৫ ইঞ্চি সমান কত মিটার

১ ইঞ্চি সমান ০.০২৫৪  মিটার তাহলে ৫ ইঞ্চি= (৫*০.০২৫৪ মি.)= ০.১২৭ মিটার


ফুট ও ইঞ্চি থেকে মিটার রূপান্তরের ক্যালকুলেটর- Feet to Meter and Inch to Meter Converter

  Feet and Inch to Meter Converter

Feet and Inch to Meter Converter

শেষ কথাঃ

ক্যালকুলেটর এর মাধ্যমে আপনারা সহজেই ফুট থেকে মিটার এবং ইঞ্চি থেকে মিটার যেকোনো মানের জন্য সহজেই বের করে ফেলতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url