বিসিএস খবর- ৪১ তম বিসিএসে প্রথম নাঈমুর রহমান

৪১ তম বিসিএসে প্রথম মোঃনাঈমুর রহমান।
৪১ তম বিসিএসে প্রথম মোঃনাঈমুর রহমান। ছবি-সংগৃহীত


৪১ তম বিসিএসে প্রথম নাঈমুর রহমান-গত বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইটে প্রকাশিত হয় ৪১ তম বিসিএস এর ফলাফল। এবারের ৪১ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মোঃ নাঈমুর রহমান। ৪১ তম বিসিএস নাঈমুরের তৃতীয় বিসিএস পরীক্ষা ছিল। টানা তিনবারের প্রচেষ্টায় আজ তিনি বিসিএস ক্যাডার। এর আগে তিনি ৩৮ তম বিসিএস দিয়ে নন-ক্যাডার পদে উত্তীর্ন হয়েছিলেন এবং নবম গ্রেডে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক পদে চাকরি পেয়েছিলেন। তাছাড়া ৪০ তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন, তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আর মৌখিক পরীক্ষা দিতে পারেননি। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তিপ্রথম প্রকাশ করে পিএসসি। ধাপে ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সাড়ে তিন বছরেরও বেশি সময় পর গত বৃহস্পতিবার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। আর এতে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মোঃ নাঈমুর রহমান

৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া মো. নাঈমুর রহমান ফলাফল দেখে বলেন,"ফলাফলের প্রথমেই নিজের রোলটা দেখে অবিশ্বাস্য মনে হচ্ছিল। নিশ্চিত হওয়ার জন্য আমার এক সহকর্মীকে দিয়ে ক্রসচেক করাই। এরপর নিশ্চিত হই। প্রথম হওয়ায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রথম হওয়ায় খুশি হয়েছি।" সুত্র-প্রথম আলো

বিসিএস ক্যাডার নাঈমুর রহমান এর পরিচয়

নাঈমুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (২০১২-১৩) সেশনের শিক্ষার্থী ছিলেন নাঈমুর । স্নাতকের শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার পরই শুরু করেন বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি। কিছুদিন চাকরির প্রস্তুতি নেওয়ার পর একটি বেসরকারি চাকরিতে যোগ দেন। প্রথম অবস্থায় একটি স্কুলে চাকরি শুরু করেন। এরপর বেসরকারি ব্র্যাক ব্যাংকেও চাকরি করেছেন। বর্তমানে উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ২০১৯ সাল থেকে পিকেএসএফে চাকরি করে আসছেন তিনি।

নতুনদের উদ্দেশ্যে নাঈমুর বলেন, "এটা যেহেতু একটি দীর্ঘ পথ। তাই ধৈর্য রাখতে হবে। সব সময় পড়ালেখা চালিয়ে যেতে হবে। মাঝে মাঝে প্রতিকূল সময় আসতে পারে। পড়ালেখায় ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু কখনো ধৈর্য হারানো যাবে না। নিজের জন্য সময় বের করতে হবে। ভালো লাগার কাজটা করতে হবে। মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে।"
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url