Bts কি হিন্দু । Bts সদস্যদের ধর্ম কি?
Bts সদস্যদের ধর্ম কি?
Bts হচ্ছে একটি কোরিয়ান কে-পপ ব্যান্ড। সাতজন সদস্য নিয়ে এই ব্যান্ডটি গঠিত। যার ভেতরে রয়েছে,,,১.আর এম(RM) ২.সুগা(Suga) ৩.জিমিন(Jimin) ৪.জিন (Jin) ৫.জে হোপ(J-Hope) ৬.কিম তাই-হিউং (V) ৭.জুংকুক (Jungkook).মূলত এই সাতজন মিলেই BTS।
বর্তমানের বহুল আলোচিত ও জনপ্রিয় একটি ব্যান্ড হচ্ছে BTS। এদের ভক্তের সংখ্যা অগণিত। তবে এখন বর্তমানে BTS ভক্তের সংখ্যা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও লক্ষ্য করা যায়। যে ভক্তবৃন্দরা নিজেদের বিটিএস আর্মি হিসেবে গণ্য করে থাকে।
এই বিটিএস সদস্যের সম্পর্কে ভক্তদের নানান ধরনের প্রশ্ন থাকে। ঠিক তেমনি একটি প্রশ্ন হল Bts সদস্যদের ধর্ম কি বা তারা কোন ধর্মে বিশ্বাসী। Bts ভক্তরা তাদের সম্পর্কে অন্যান্য তথ্য জানলেও বেশিরভাগ ভক্তরায় তাদের ধর্ম সম্পর্কে জানেন না।
তাই ভক্তদের এসব প্রশ্নের উত্তর দিতে আমরা এই আর্টিকেলটি লিখেছি। আপনারা আমাদের এই আর্টিকেল থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন Bts কি হিন্দু , Bts সদস্যরা কোন ধর্ম পালন করে থাকে বা তাদের ধর্ম কি। তাহলে চলুন জেনে নেওয়া যাক-
Bts সদস্যদের ধর্ম কি?
Bts সদস্যদের কেউই তাদের ধর্ম নিয়ে স্পষ্টভাবে কোথাও বলেননি যে তারা কোন ধর্মে বিশ্বাসী। তবে তাদের মধ্যে অনেকেই কোনো ধর্ম পালন করেন না। বিভিন্ন সাক্ষাৎকারে ধর্ম পালনে তাদের দেওয়া মতামত তুলে ধরা হল-
১.আর এমন(RM)
আর এমন(RM) বলেছেন তিনি একজন নাস্তিক।
২. সুগা (Suga)
সুগা টুইটারের মাধ্যমে জানান যে তিনি প্রার্থনা করেন তবে কোনো ধর্মের সাথে জড়িত নন।
৩. জিমিন (Jimin)
জিমিন একটি অল বয়েজ খ্রিস্টান স্কুলের শিক্ষার্থী ছিলেন। তবে জিমিন সরাসরি তার ধর্ম বিষয়ক কোন মতামত প্রকাশ করেন নি।
৪. জে-হোপ (J-Hope)
জে-হোপ তার ধর্ম নিয়ে খোলাসা করেননি যা একটি রহস্য রয়েগেছে।
৫. জিন (Jin)
ভক্ত শ্রোতারা ধারণা করেন জীন সাধারণত কোন ধর্মই পালন করে না।
৬. জুংকুক (Jungkook)
জুংকুক সাধারণত একটি খ্রিস্টান উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
৭. কিম তাই-হিউং (V)
বিটিএস দলটির প্রধান কিম তাই-হিউং (V) ভি সাধারণত খ্রিষ্টান হতে পারেন।
Bts কি হিন্দু?
এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে Bts হিন্দু নয়।