একুশে পদক ২০২২ পেয়েছে কতজন ব্যক্তি। একুশ পদক কত সাল প্রবর্তন করা হয়

কুশে পদক ২০২২ পেয়েছে কতজন ব্যক্তি Ekushey Padak 2022 Bangladesh 

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব একুশে পদক ২০২২ পেয়েছে কতজন ব্যক্তি। আমাদের দেশের বিশিষ্ট গবেষক, সাহিত্যক, সাংবাদিক, শিক্ষাবিদ, ভাষাবিদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি  বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ  ১৯৭৬ সাল থেকে ৫২' এর শহীদদের স্মৃতিতে একুশে পদক দেওয়া হচ্ছে। 

একুশে পদক
একুশে পদক

একুশে পদক ২০২২ ঃ বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ দেশের ২৪(চব্বিশ) জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার (৩ রা ফেব্রুয়ারী) বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ঘোষণা করা হয়। 

যেসব ক্ষেত্রে মনোনীত ব্যক্তিরা Ekushey Padak 2022 Bangladesh পাচ্ছেন‌‌

এবছরের মনোনীত ২৪ জন বিশিষ্ট নাগরিক ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সমাজ সেবা, ভাষা ও সাহিত্য এবং গবেষণা এই বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ২০২২ পাচ্ছেন। 

একুশে পদক
একুশে পদক


উপরোক্ত ক্ষেত্র সমূহর মধ্যে ভাষা আন্দোলনে ২ জন, মুক্তিযুদ্ধে ৪ জন, শিল্পকলায় ৭ জন, সাংবাদিকতা ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ১ জন, সমাজ সেবা ও ভাষা ও সাহিত্য -এ ২ জন করে, গবেষণায় ৪ জন এবং শিক্ষায় ১ জন এ বছর একুশে পদক পাচ্ছেন। 

একুশে পদক ২০২২ -এ মনোনীত ব্যক্তিরা হলেন

মোস্তফা এম. এ. মতিন (মরণোত্তর), মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর), জিনাত বরকতউল্লাহ, নজরুল ইসলাম বাবু ( মরণোত্তর), ইকবাল আহমেদ, মাহমুদুর রহমান রেণু, খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন, মাসুম আজিজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ. এ. বি. এম রহমান, আমজাদ আলী খন্দকার, এম এ মালেক, মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, এস.এম. আব্রাহাম লিংকন, সংঘ রাজ জ্ঞানশ্রী মহাথের, কবি কামাল চৌধুরী, ঝর্ণা দাশ পুরকায়স্থ, ড. মো. আবদুস সাত্তার মন্ডল, ড. মো. এনামুল হক (দলগত) (দলনেতা), ড. সাহানাজ সুলতানা (দলগত), ড. জান্নাতুল ফেরদৌস (দলগত)। আপনাদর সুবিধার্থে একুশে পদক ২০২২- প্রাপ্ত ২৪ জন বিশিষ্ট ব্যক্তিদের নাম তালিকা আকারে দেওয়া হলোঃ-

মনোনীত ব্যক্তিদের নাম ক্ষেত্রসমূহ
মোস্তফা এম.এ. মতিন (মরণোত্তর) ভাষা আন্দোলন
মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর) ভাষা আন্দোলন
জিনাত বরকতউল্লাহ শিল্পকলা (নৃত্য)
নজরুল ইসলাম বাবু (মরণোত্তর) শিল্পকলা (সংগীত)
ইকবাল আহমেদ শিল্পকলা (সংগীত)
মাহমুদুর রহমান রেণু শিল্পকলা (সংগীত)
খালেদ মাহমুদ খান (মরণোত্তর) শিল্পকলা (অভিনয়)
আফজাল হোসেন শিল্পকলা (অভিনয়)
মাসুম আজিজ শিল্পকলা (অভিনয়)
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান মুক্তিযুদ্ধ
সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর) মুক্তিযুদ্ধ
কিউ. এ. বি. এম রহমান মুক্তিযুদ্ধ
আমজাদ আলী খন্দকার মুক্তিযুদ্ধ
এম এ মালেক সাংবাদিকতা
মোঃ আনোয়ার হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি
অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ শিক্ষা
এস. এম আব্রাহাম লিংকন সমাজ সেবা
সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের সমাজ সেবা
কবি কামাল চৌধুরী ভাষা ও সাহিত্য
ঝর্ণা দাশ পুরকায়স্থ ভাষা ও সাহিত্য
ড. মোঃ আবদুস সাত্তার মন্ডল গবেষণা
ড. মোঃ এনামুল হক (দলগত) (দলনেতা) গবেষণা
ড. সাহানাজ সুলতানা (দলগত) গবেষণা
ড. জান্নাতুল ফেরদৌস (দলগত) গবেষণা
www.probdnews24.com www.probdnews24.com


একুশ পদক কত সাল প্রবর্তন করা হয়

একুশে পদক দেশের সর্বোচ্চ দ্বিতীয় বেসরকারি সম্মাননা যেটি ১৯৭৬ সাল থেকে প্রচলিত।

 শেষ কথাঃ

একুশে পদক দেশের সর্বোচ্চ দ্বিতীয় বেসরকারি সম্মাননা যেটি ১৯৭৬ সাল থেকে প্রচলিত। একুশে পদক এর জন্য জয়ী সবাইকে একটি পদক, একটি সম্মাননা, একটি রেপ্লিকা ও একটি ১৮ কেরেটের ৩৫ গ্রাম স্বর্ণ মুদ্রা দেওয়া হয়। তাছাড়া প্রত্যেককে এককালীন ২ লক্ষ্য সমমান অর্থ পুরস্কার ও দেওয়া হয়। আমিতো বলবো একুশে পদক এমন একটি পদক যাকে দুনিয়ার  কোন  টাকা দিয়ে পরিমাপ করা যায় না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোন কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url