কত গ্রামে এক ভরি । কত আনায় এক ভরি । কত গ্রামে এক আনা

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রো-বিডি নিউজ ২৪.কম- এ আপনাদের সবাইকে স্বাগতম।

koto-grame-ek-vori-ek-ana

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বর্ণ কিনতে এবং পরতে ভালোবাসেন। কিন্তু অনেকেই স্বর্ণের সঠিক হিসাব যেমনঃ কত গ্রামে এক ভরি, কত আনায় এক ভরি, কত গ্রামে এক আনা বোঝেন না। এবং সেঁকরা দ্বারা ঠকবার ভয়ে অনেক সময় স্বর্ণ কিনতে দিধাবোধ করেন। আজকে আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি কত গ্রামে এক ভরি, কত আনায় এক ভরি,কত গ্রামে এক আনা সম্পর্কে ভালো ভাবে জানতে পারবেন এবং স্বর্ণ ক্রয়ে পারদর্শী হয়ে উঠবেন। তাহলে চলুন মূল কথা শুরু করা যাক-

প্রশ্ন: কত গ্রামে এক ভরি? ১ ভরি সমান কত গ্রাম?

উত্তর: ১ ভরি সমান ১১.৬৬ গ্রাম (প্রায়)।


প্রশ্ন: কত আনায় এক ভরি? ১ ভরি সমান কত আনা?

উত্তর: ১ ভরি সমান ১৬ আনা।


প্রশ্ন: কত গ্রামে এক আনা?

উত্তর: ১ আনা সমান ০.৭২৮ গ্রাম (প্রায়)। 


প্রশ্নঃ কত পয়েন্টে এক ভরি?

উত্তরঃ ১ ভরি সমান ৯৬০ পয়েন্ট।

আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন  কত গ্রামে এক ভরি, কত আনায় এক ভরি, কত গ্রামে এক আনা এর উত্তর পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url