কোয়াশিয়রকর ও ম্যারাসমাস রোগ কি ও এদের লক্ষণ
কোয়াশিয়রকর ও ম্যারাসমাস সম্পূর্ণ আলাদা দুটি রোগ। এদেরকে গা-ফোলা এবং হাড্ডিসার রোগও বলা হয়ে থাকে। ভিটামিন ডি এর সল্পতা হচ্ছে কোয়াশিয়রকর রোগের অন্যতম একটি কারণ। তাছাড়া কোয়াশিয়রকর প্রোটিনের সল্পতার কারণেও হয় যাতে শোথ এবং ফ্যাটি লিভার হয়। যখন দেহে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি গ্রহন ঘটে কিন্তু অপর্যাপ্ত পরিমানে প্রোটিন খরচ হয়ে যায় বা অভাব দেখা দেয় তখন এ ধরনের সমস্যা দেখা দেয়। আর ম্যারাসমাস হচ্ছে শক্তির ঘাটতির জন্য সৃষ্ট এক ধরনের তীব্র অপুষ্টি। এটি সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এক্ষেত্রে বয়সের তুলনায় শরীরের স্বাভাবিক ওজন ৬২% কমে যায়। কোয়াশিয়রকর ও ম্যারাসমাস রোগ কি ও এদের লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো-
কোয়াশিয়রকর রোগ কি?
গা-ফোলা/কোয়াশিয়রকর রোগ হলে শিশুদের শরীরের মাংসপেশী শুকিয়ে শীর্ণ হয়ে যায়, কিন্তু শোথ বা পানি জমে ফুলে ওঠার কারণে শীর্ণকায় অবস্থাটি অনেক ক্ষেত্রে বোঝা যায় না। শুধু বুক এবং বাহু দেখে অবস্থাটি বুঝা যায়। ত্বকের আবরণ পাতলা হয়ে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়, বিশেষ করে কনুই ও নিতম্ব - শরীরের যেসব অংশে বেশি ঘষা লাগে।
কোয়াশিয়রকর রোগের ছবি
নাইজেরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন একটি ক্যাম্পে কোয়াশিয়রকর রোগে আক্রান্ত একটি মেয়ে ছবি-wikipedia.org |
কোয়াশিয়রকর রোগের লক্ষণ
০ শরীরের ওজন কমে যায়।
০ রক্তস্বল্পতা দেখা দেয়।
০ শরীর ঠিকমতো বাড়ে না।
০ পেট বড় হয়ে যায়।
০ সর্বদা অস্থির ও দুর্দশাগ্রস্ত দেখায়।
০ কোনো কিছুতে কোয়াশিয়রকর রোগীর উৎসাহ থাকে না।
০ চুলের রং লাল হয়ে যায়, টানলেই উঠে আসে।
হাড্ডিসার বা ম্যারাসমাস রোগ কি
হাড্ডিসার বা ম্যারাসমাস রোগে আক্রান্ত শিশুরা সামগ্রিক ভাবে শুকিয়ে যায়। সাধারণত ১ বছরের কম বয়সী শিশুরা এ রোগে আক্রান্ত হয়। হাড্ডিসার রোগ হলে মাংসপেশি শুকিয়ে শীর্ণ হয়ে যায়। এজন্য দেহ কঙ্কালসার দেখায়। দেহের চামড়া বিশেষ করে নিতম্ব ও উরুর চামড়া ঢিলা হয়ে যায় ও কুঁচকে যায়।
ম্যারাসমাস রোগের ছবি
ম্যারাসমাস রোগে আক্রান্ত একটি ছেলে ছবি-wikipedia.org |
ম্যারাসমাস রোগের লক্ষণ
০ হাত-পা শুকিয়ে যায়।
০ মুখ ও পাজরের হাড় দেখা যায় বুড়ো লোকের মত।
০ বুড়ো লোকের মতো চামড়া কুঁচকে যায়।
০ বয়সের তুলনায় শিশুর ওজন কমে যায়।
০ মাথাটা শরীর থেকে অনেক বড় হয়।
০ আক্রান্ত শিশুকে অস্থির ও দুর্দশাগ্রস্ত দেখায়।
আরও পড়ুনঃ
সকালে খালি পেটে মধু ও কালোজিরা খাওয়ার উপকারিতা
রমজান মাসে হাই প্রেসার রোগীর খাদ্য তালিকা
ডায়বেটিস কত হলে বিপদ এখনি দেখে নিন