ttc এর পূর্ণরূপ কি। টিটিসি কি?
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রো বিডি নিউজ ২৪-এ আপনাদের সবাইকে স্বাগতম।
আজকে আমরা TTCএর পূর্ণরূপ কি~টিটিসি কি? নিয়ে আলোচনা করবো। আপনাদের মধ্যে অনেকেই গুগলে সার্চ করছেন TTCএর পূর্ণরূপ কি~টিটিসি কি? কিন্তু সঠিক উত্তরটি পাচ্ছেন নাহ! আজকে এই পোস্টের মাধ্যমে TTCএর পূর্ণরূপ কি তার সঠিক উত্তরটি পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক-
প্রশ্নঃ TTCএর পূর্ণরূপ কি?
উত্তরঃ Technical Training Centre ( কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র )
প্রশ্নঃ টিটিসি কি?
উত্তরঃ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( Technical Training Centre ) সংক্ষেপে টিটিসি~TTC একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিনা মুল্যে প্রশিক্ষন গ্রহন করা যায় এবং এখান থেকে বিদেশ যাওয়ারও সুযোগ সুবিধা আছে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মেরিন ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেন।
বর্তমানে বাংলাদেশের ৬২ টি জেলায় ৬৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মেরিন ইনস্টিটিউট রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে এসএসসি (ভোকেশনাল) ও বিভিন্ন সময় মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত TTCএর পূর্ণরূপ কি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।
আরও পড়ুনঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত