Bts সম্পর্কে ইসলাম কি বলে~Bts কি ইসলাম বিরোধী?
Bts সম্পর্কে ইসলাম কি বলে?
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। Bts শব্দটির সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। বর্তমান সময়ের দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত কে-পপ ব্যান্ড হচ্ছে Bts । দিন দিন বিশ্ববাসীর কাছে এই ব্যান্ডের পরিচিতি বেড়েই চলেছে।মোট সাতজন সদস্য ( Jin, Suga, J-hope, RM, Jimin, V, Jungkook ) নিয়ে Bts ব্যান্ডটি গঠিত। মূলত এই সাত সদস্যের জন্যই তাদের জনপ্রিয়তা শীর্ষে। আপনি যদি একজন ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নটি আপনাদের মনে এসে থাকবে যে Bts সম্পর্কে ইসলাম কি বলে~Bts কি ইসলাম বিরোধী? তাহলে চলুন এই প্রশ্নের উত্তরটি জেনে নেওয়া যাক-
Bts সম্পর্কে ইসলাম কি বলে?
Bts মূলত ৭ জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি দক্ষিণ কোরিয়ান কে-পপ ব্যান্ড। এদের মধ্যে কেউই নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করেন না। তারা তাদের বিভিন্ন গানের মাধ্যমে আল্লাহর সাথে শিরক করছে, যেটি সম্পূর্ণ হারাম। আর যারা নির্দিষ্ট কোনো ধর্ম, সৃষ্টিকর্তা বিশ্বাস করেনা। অন্য কথায় বলা যায় যে সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার করেনা তারাই হচ্ছে নাস্তিক। আর নাস্তিক সম্পর্কে ইসলাম বলে-
“নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে(আল্লাহকে), আপনি তাদের সতর্ক করেন আর নাই করেন, উভয়ই তাদের জন্য সমান, তারা বিশ্বাস স্থাপণ করবে না।
আল্লাহ তাদের অন্তরসমূহের উপর, তাদের কর্নসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি।"–বাকারাহ/৬,৭
এ থেকে বলা যায় Bts সদস্যরা হচ্ছে নাস্তিক। তাই ইসলামের দৃষ্টিকোণ থেকে Bts ফলো না করাই উত্তম।
Bts কি ইসলাম বিরোধী?
Bts সদস্যের কেউই কোনো ধর্মের বিরোধীতা করে কিছু বলেননি। তবে হ্যাঁ, Bts ইসলাম বিরোধী।