বাংলাদেশের সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা গুলো দেখে নিন-National University Lists

আসসালামু আলাইকুম, তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছো তাদের মধ্যে অনেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য শুভকামনা। কিন্তু অনেকেই আছো যারা বাংলাদেশের সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক। আজকের আমাদের এই আর্টিকেলটির মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে। তাই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সেরা কলেজ কোন গুলো তা জানতে চাও তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকো।
সেরা ১০ টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা


বর্তমানে বাংলাদেশ সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনের দিকে আরও মনোযোগী হয়েছে। কারণ আমাদের বর্তমান সাক্ষরতার হার ৭৫.২ বলেই দিচ্ছে বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের মাত্র এই ৪২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে পারছে না। তবে এই ঘাটতি পূরণ করেছে বাংলাদেশের জাতীয়  বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত কলেজগুলো।

আজকে আমরা জাতীয়  বিশ্ববিদ্যালয়ের-National University অধীনে দেশের সবথেকে পরিচিত কিছু কলেজের নাম নিয়ে কথা বলবো। তবে জেনে রাখা ভালো বাংলাদেশে মোট ৬৮৫ টি জাতীয়  বিশ্ববিদ্যালয় এর অধিনস্ত কলেজ রয়েছে। প্রতিটি কলেজেই প্রায় ২০ থেকে ৩০ হাজার সিট রয়েছে যা আপনার চান্স পাওয়াটাকে আরও সুনিশ্চিত করে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেরা ২০ টি কলেজের তালিকা 

পরিচিতির দিক দিয়ে বাংলাদেশের সেরা ২০ টি কলেজের তালিকা একনজরে দেখে নিন-

১. রাজশাহী কলেজ (রাজশাহী)
২. সরকারি আজিজুল হক কলেজ(বগুড়া)
৩. কারমাইকেল কলেজ (রংপুর)
৪. সরকারি এডওয়ার্ড কলেজ (পাবনা)
৫. এম সি কলেজ (সিলেট)
৬. গুরুদয়াল সরকারি কলেজ (কিশোরগঞ্জ)
৭. সরকারি বি এল কলেজ (খুলনা)
৮. এম এম কলেজ (যশোর)
৯. সরকারি আনন্দমোহন কলেজ (ময়মনসিংহ)
১০. সরকারি তোলারাম কলেজ  (নারায়ণগঞ্জ)
১১. সরকারি সা'দত কলেজ ( টাঙ্গাইল)
১২. হাজী মোহাম্মদ মহসিন কলেজ (চট্রগ্রাম)
১৩. ভিক্টোরিয়া কলেজ( কুমিল্লা)
১৪. টঙ্গী সরকারি কলেজ (গাজীপুর)
১৫. ভাওয়াল বদরে আলম সরকারি  কলেজ(গাজীপুর)
১৬. সরকারি দেবেন্দ্র কলেজ ( মানিকগঞ্জ)
১৭. সরকারি রাজেন্দ্র কলেজ (ফরিদপুর)
১৮. সরকারি বি এম কলেজ (বরিশাল)
১৯. সরকারি আশেক মাহমুদ কলেজ( জামালপুর)
২০.লালমাটিয়া সরকারি মহিলা কলেজ (ঢাকা)

সেরা ১০ টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা বৈশিষ্ট্যসহ


১। রাজশাহী কলেজ, রাজশাহী

বাংলাদেশের প্রাচীনতম কলেজগুলির মধ্যে একটি হচ্ছে রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে।কলেজটি রাজশাহী কলেজিয়েট স্কুল সংলগ্ন রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

রাজশাহী কলেজর বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৮৭৩ সালে
প্রতিষ্ঠাতাঃ রাজা হরনাথ রায় চৌধুরী
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
সংক্ষিপ্ত রূপঃ আরসি কলেজ
ওয়েবসাইটঃ www.rc.edu.bd

২। সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া

আজিজুল হক কলেজ দেশের শ্রেষ্ঠ উচ্চ মাধ্যমিক কলেজ এবং বাংলাদেশের অন্যতম সেরা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে দেশের একটি সুপরিচিত নাম। আজিজুল হক কলেজটি বাংলাদেশের বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৯৩৯ সালে
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
সংক্ষিপ্ত নামঃ সর. আ. হ. কলেজ
ওয়েবসাইটঃ www.ahcollege.gov.bd

৩। কারমাইকেল কলেজ, রংপুর

কারমাইকেল কলেজ দেশের ঐতিহাসিক কলেজগুলোর মধ্যে  একটি।  কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে প্রধান ভূমিকা পালন করেছে।  কলেজটির নামকরণ করা হয়েছে লর্ড ব্যারন কারমাইকেলের নামে।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৯১৬ সালে
নাম: লর্ড ব্যারন কারমাইকেল
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
সংক্ষিপ্ত নামঃ কারমাইকেল কলেজ
অবস্থানঃ লালবাগ, রংপুর, বাংলাদেশ
ওয়েবসাইটঃ ccr.gov.bd

৪। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

সরকারি এডওয়ার্ড কলেজ বিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান।  কলেজটি পাবনা জেলার সদরে অবস্থিত।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৮৯৮ সালে
প্রতিষ্ঠাতাঃ শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ www.edwardcollege.edu.bd

৫। এম সি কলেজ, সিলেট

মুরারী চাঁদ কলেজ ছিল সিলেট বিভাগের প্রথম কলেজ। বাংলাদেশের সপ্তম প্রাচীনতম কলেজ।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৮৯২ সালে
প্রতিষ্ঠাতাঃ মুরারী চাঁদ
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ  mccollege.edu.bd

৬। সরকারি বি এল কলেজ ,খুলনা

সরকারি ব্রজলাল কলেজ, যা বিএল কলেজ নামেও পরিচিত, বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। সরকার বিএল কলেজ খুলনা জেলার দৌলতপুরে অবস্থিত।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৯০২ সালে
সংক্ষিপ্ত রূপঃ বিএল কলেজ
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ  blcollege.edu.bd

৭। এম এম কলেজ ,যশোর

যশোর জেলার মাইকেল মধুসূদন কলেজ, বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান।  বিখ্যাত শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মাইকেল মধুসূদন দত্তের নামে কলেজটির নামকরণ করা হয়েছে।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৯৪১ সালে
সংক্ষিপ্ত রূপঃ এমএম কলেজ
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ  mmcollege.edu.bd

৮। সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ

আনন্দ মোহন কলেজ বাংলাদেশের আরেকটি সুপরিচিত প্রতিষ্ঠান। ময়মনসিংহ ইনস্টিটিউশন প্রতিষ্ঠানটি ১৮৮৩ সালে বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক আনন্দ মোহন বসু দ্বারা প্রতিষ্ঠিত হয়।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৯০৮ সালে
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ anandamohangovtcollege.edu.bd

৯। ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত।  এটি কুমিল্লার প্রাচীনতম এবং বিখ্যাত কলেজের মধ্যে একটি।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৮৯৯ সালে
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ cvgc.edu.bd

১০।  সরকারি বি এম কলেজ, বরিশাল

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ বাংলাদেশের অন্যতম প্রধান এবং প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।  কলেজটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বরিশাল জেলায় অবস্থিত।

বৈশিষ্ট্য

প্রতিষ্ঠাকালঃ ১৮৮৯ সালে
সংক্ষিপ্ত রূপঃ বিএম কলেজ
ধরনঃ সরকারি কলেজ
অধিভুক্তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ bmcollege.gov.bd

ব্যক্তিগত মতামতঃ

প্রতিটি জেলাতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজ আছে তবে পরিচিতির দিক থেকে সব কলেজ সমান না। এই ২০ টি কলেজ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে পরিচিত। তবে যাদের এসএসসি ও এইচ এসসি মিলে পয়েন্ট ৮.০০ এর কম তারা এই কলেজ গুলোতে আবেদন না করাটাই ভালো। তবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ৬.৫ হলেই আবেদন করা যায় তাই আবেদন করে রাখা ভালো। 

বাংলাদেশের সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে শেষ কথাঃ

আশা করছি আপনাদের কাছে বাংলাদেশের সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা গুলো সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছি। এখানে আপনি কোন জেলার এবং আপনার জেলার কলেজ কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url