Vpn এর পূর্ণরূপ কি । Vpn এর কাজ কি

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে যারা ইন্টারনেট ব্যবহারকারী আছেন তাদের কাছে VPN শব্দটি অচেনা নয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই Vpn শব্দটির সঠিক অর্থ জানেন না। আর তাইতো আপনারা গুগলে Vpn এর পূর্ণরূপ কি। Vpn er purnorup ki। এটি লিখে সার্চ করে থাকেন। আজকে আমরা এই Vpn এর পূর্ণরূপ কি তা নিয়ে কথা বলবো।

Vpn-er-purnorup-ki

Vpn এর পূর্ণরূপ কি । Vpn er purnorup ki


প্রশ্নঃ Vpn এর পূর্ণরূপ কি


উত্তরঃ Vpn এর পূর্ণরূপ হলো Virtual Private Network [ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ]

 Vpn  এর কাজ কিঃ


Vpn হলো এমন একটি সুরক্ষিত কানেকশন যেটা ব্যবহার করে আমরা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো ডিভাইস সুরক্ষিতভাবে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারি। Vpn এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা আপনার মোবাইলের বা পিসি এর IP Address টি একটি আলাদা জায়গা বা দেশের IP Address হিসেবে পরিবর্তিত হয়ে যায়। যার ফলে আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন তা শনাক্ত করা অসম্ভব হয়ে যায়। 

আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আজকে আমরা Vpn এর কাজ কি । Vpn এর পূর্ণরূপ কি তা নিয়েও কথা বলেছি। আপনারা দয়া করে এই Vpn কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। ধন্যবাদ সবাইকে। 

আরও পড়ুন,

রসগোল্লা কে ইংরেজীতে কি বলে?



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url