কলিজার বেস্ট ফ্রেন্ড কে নিয়ে স্ট্যাটাস/ ক্যাপশন

বেস্ট ফ্রেন্ড কে নিয়ে স্ট্যাটাস


আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা বেস্ট ফ্রেন্ড কে নিয়ে স্ট্যাটাস নিয়ে কথা বলবো। বর্তমানে আমাদের জীবনে কমবেশি সবারই বন্ধু-বান্ধব থাকে । তাই আপনারা যারা গুগলে সার্চ করছেন বেস্ট ফ্রেন্ড কে নিয়ে স্ট্যাটাস তারা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে অনেক বন্ধুত্ব নিয়ে ক্যাপশন জানতে পারবেন।

stylish-caption-for-friends


বন্ধু শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ঢাল। একজন প্রকৃত বন্ধু কখনো আপনাকে বিপদে ফেলবে না বরং সকল বিপদে আপনার ঢাল হয়ে আপনার পাশে থাকবে। বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়। বন্ধু তো সেই যার সাথে মন খুলে কথা বলা যায়। এরকম বন্ধুদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আমরা best friend বন্ধুত্ব নিয়ে ক্যাপশন ব্যবহার করতে বেশি পছন্দ করি। আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। 


ফেসবুকে বন্ধুদের সাথে তোলা ছবি আমরা বন্ধুত্বের ক্যাপশন দিয়ে শেয়ার করতে বেশি পছন্দ করি। ক্যাপশনের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে বেশি পছন্দ করি। যার জন্য বাংলা ক্যাপশনের অনেক বেশি প্রয়োজন পড়ে। তাই আপনাদের জন্য বেস্ট ফ্রেন্ড কে নিয়ে স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি।


কলিজার বেস্ট ফ্রেন্ড কে নিয়ে স্ট্যাটাস/ ক্যাপশন


ইচ্ছে করে ম্যাসেজ হয়ে

তাের কাছে যাই✨,

উল্টো পাল্টা কথা লিখে

তাের মাথা খাই।

মনে মনে বলবি তখন

উফফ বন্ধু একটা বটে,

এমন বন্ধু সবার যেন

একটা করে জোটে😊।


"ওরে আমার দুষ্ট বন্ধু

মিষ্টি তাের মন।😁

তাইতাে তােকে সারা দিন,

মিস করছি ভীষণ।

তুই যে আমার পরান পাখি,

নীল আকাশের চাঁদ।

তাইতাে তােকে মনে পড়ে,

সকাল, সন্ধা, রাত।"😢


আমাদের এই বন্ধুত্ব,

যেন সমুদ্রের মাঝে গভীর ঘনত্ব।

আজ হৃদয় মাঝে বন্ধু শুধু

তোর ই রাজত্ব।😘



ইচ্ছে করে ইচ্ছে টাকে

সঙ্গে নিয়ে চলি।

ইচ্ছে করে তোর সাথে

একটু কথা বলি।😉

ইচ্ছে করে ঘুরে বেড়াই স্বর্গ

থেকে ভূমি।

ইচ্ছে হলে সঙ্গ দিতে চলে

আয় তুই।😜


ভালো লাগে পুরনো

সেই দিন গুলো।👌😊

ভালো লাগে অতীতের

সেই গান গুলো।

ভালো লাগে হাজার ব্যাস্ততার

মাঝে তোর একটা

ম্যাসেজ পাওয়া'❤।


বন্ধু তুই কেমন আছাে

জানতে ইচ্ছে করে।😢

হাজার স্মৃতির মােড়ক এসে

মনে বাসা গড়ে।

যেখানেই থাকিস বন্ধু

অনেক ভালাে থাকিস।

আমাকে যদি পড়ে মনে

SMS দিয়ে ডাকিস..!!😃



রাতের রঙ কালাে,

জ্যোৎস্না দেয় আলাে।😃

আকাশের রঙ নিল,

তারা জলে ঝিলমিল।

গােলাপের রঙ লাল,

আমাদের বন্ধুত্ব

থাকবে চিরকাল।💖


বন্ধু মানে গভীর রাতে

হটাৎ টেলিফোন,🙆‍♂️

বন্ধু মানে কথার মাঝে

হারিয়ে যাওয়া মন,

বন্ধু মানে হাসি ঠাট্টা

জয় পরাজয়,

বন্ধু মানে অশ্রু ফেলার

নীরব আশ্রয়।🙃


একটা কথা মানতেই হবে,

বন্ধুগুলো ছিলো বলেই

অনেক কঠিন মুহূর্ত

হাসিমুখে কাটিয়ে দিতে পেরেছি।🙂


“কিছু হয়নি”

শোনার পরেও,

“আরে বল না কি হয়েছে”

বলার মতো একজন বন্ধু

প্রত্যেকের প্রয়োজন।🤪😍


ইচ্ছে করে ম্যাসেজ হয়ে

তাের কাছে যাই,

উল্টো পাল্টা কথা লিখে

তাের মাথা খাই।🤣

মনে মনে বলবি তখন

উফফ বন্ধু একটা বটে,

এমন বন্ধু সবার যেন

একটা করে জোটে।🥰


ওরে আমার দুষ্ট বন্ধু

মিষ্টি তাের মন।😌

তাইতাে তােকে সারা দিন,

মিস করছি ভীষণ।

তুই যে আমার পরান পাখি,

নীল আকাশের চাঁদ।

তাইতাে তােকে মনে পড়ে,

সকাল, সন্ধা, রাত।😥😥


পরিশেষেঃ বেস্ট ফ্রেন্ড কে নিয়ে স্ট্যাটাস


বেস্ট ফ্রেন্ড নিয়ে ক্যাপশন গুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে এখনি আপনার প্রিয় বন্ধুকে নিয়ে একটি বাংলা ক্যাপশন শেয়ার করে ফেলুন। যেটি আপনার বন্ধুর প্রতি আপনার ভালোবাসার প্রতিচ্ছবি হবে। ধন্যবাদ সবাইকে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url