জন্মদিনের হাস্যকর শুভেচ্ছা স্ট্যাটাস। জন্মদিনের ক্যাপশন বাংলা ফানি ২০২৪
জন্মদিনের হাস্যকর শুভেচ্ছা স্ট্যাটাস
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের সবার জীবনে কোনো না কোনো ভালোবাসার মানুষ থাকেন। যাদের বিশেষ মুহুর্তে আমরা তাদের পাশে থাকতে চাই। কিন্তু অনেক সময় বিভিন্ন ঝামেলার কারনে তা হয়ে উঠে না। আর বিশেষ দিনটি যদি আপনার বন্ধু বা ভালবাসার মানুষের জম্মদিন হয় তাহলে মনটা একটু বেশি খারাপ লাগে।
তবে এই মন খারাপকে আমরা সহজেই ভালো লাগায় রূপান্তর করতে পারি জন্মদিনের হাস্যকর শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার এর মাধ্যমে। আপনি চাইলেই দূরে বসে থেকেও বন্ধু বা ভালবাসার মানুষকে জন্মদিনের ক্যাপশন বাংলা ফানি পাঠাতে পারবেন। আর আপনাদের জন্যই আমরা নিয়ে হাজির হয়েছি ফানি বার্থডে উইশ বাংলা নিয়ে।
ফানি বার্থডে উইশ বাংলা
তোমার বয়স তো আর গোপন রাখতে পারছো না, তাই চলো কেকের মোমবাতির সংখ্যা বাড়াই!
বয়সের সাথে সাথে বুদ্ধি কমে যাচ্ছে, কিন্তু হাসির পরিমাণ ঠিকঠাক আছে!
আজকের দিনটা তোর জন্য, বাকিটা সবার জন্য—তাই বেশি খুশি হওয়ার দরকার নেই!
- যদি বয়সের কথা ভাবিস, কেকের চাইতে মোমবাতিই বেশি লাগবে—তবুও খুশির কারণটা বোঝাই জাবে না!
- দোস্ত তোর বয়স ক্যালকুলেটরে ধরতে গেলে ব্যাটারি ফুরিয়ে যাবে, তার চাইতে চল কেক কাটি!
বয়স বাড়ছে, কিন্তু তুমি এখনো তোমার জন্মদিনে গিফটের আশা ছাড়তে পারোনি!
জন্মদিনে কেক না থাকলেও ক্ষতি নেই, তোমার মতো একজন ফ্রেন্ড থাকলেই মজা!
বয়স তো আর কমছে না, কিন্তু তুমি এখনো গিফটের জন্য চিল্লাচ্ছো!
বন্ধুর জন্মদিনের হাস্যকর শুভেচ্ছা
জন্মদিনে তুমি হও সবচেয়ে খুশি, বন্ধুমহলের
পক্ষ হতে এই রইল কামনা। দাওয়াত করে
খাওয়াইও বেশি বেশি, নইলে কিন্তু
বন্ধু তোমার বিয়ে হতে দিবনা।
শুভ ফয়দা দিবস বন্ধু। জন্মদিনের গিফটটা চাইলে ট্রিটটাও সময় মত দিয়ে দিও। তুমি জন্মে আমার যে ক্ষতিটা করেছো ট্রিটের সাথে সেই ক্ষতিপূরণও চাই।
দোস্ত তোর জন্মদিনে আমাদের ক্যাডার সমিতিরপক্ষ থেকে অনেক অনেক শুভ+ইচ্ছা।
শুভ জন্মদিন বন্ধু। এভাবেই সারাজীবনপিছুন থেকে বাশ দিয়ে যাও!
শুভ জন্মদিন বন্ধু। আহা কি আনন্দ আকাশে বাতাশে । গত এক বছর ধরে আমি কিছুই খাইনি শুধু আজকের দিনটির জন্য অপেক্ষা করে। মুঝে ঝলদি রেস্টুরন্ট লে চল মেরে দোস।
আমি জানি আমার মতো বন্ধু পেয়ে তুই নিজেকে অনেক ভাগ্যবান মনে করিস। আমি ও তোকে পেয়ে একটু একটু ভাগ্যবান মনে করি তবে বেশি না। তবে চিন্তা করিস না তোকে ছেড়ে যাবো না। শুভ জন্মদিন দোস্ত।
শুভ জন্মদিন বন্ধু! তোর জন্মদিন শুভ হোক। তারাতারি তোর একটা দারয়ানের চাকরি হোক। তুই তারাতারি সফল হয়ে যা। বেলার সাথে তোর তারাতারি বিয়ে হোক। জলদি করে তুই বাবা হয়ে যা। অতি-সত্তর তোর একটা মোটা ভুড়ি হোক। এভাবে ধীরে ধীরে তুই জীবনে সুখী মানুষ হয়ে যা এই প্রার্থনাই করি।
জন্মদিনের ক্যাপশন বাংলা ফানি
১। তোর এই গরীব ফক্কিনী ভাইয়ের কাছে থেকে জন্মদিনের শুভেচ্ছা ছাড়া আর কিছু আশা করিস নাই ছোট বোন আমার! শুভ জন্মদিন বোন।😁
২। 🎂 জন্মদিনে কেক খেয়ে মজা কর, কিন্তু ওজন বাড়লে কিন্তু আমি দায়ী না! 😆 শুভ জন্মদিন!
৩। 🎈 তোর বয়স নিয়ে মজা করবো না, কারণ তুই নিজেই একটা মজার প্যাকেজ! শুভ জন্মদিন! 🎉
৪। 🎁 তোর জন্মদিনে একটা বিশাল উপহার পাঠিয়েছি—অলসতা! এটা তোর জীবনকে সহজ করবে! 😜 শুভ জন্মদিন!
৫। 🎉 আজ তোর জন্মদিন, মানে তুই আরও একটা বছর খারাপ কথা শুনতে পারবি! 😆 শুভ জন্মদিন!
৬। 🎂 তুই বুড়ো হচ্ছিস, কিন্তু মনটা যেন সবসময় তরুণ থাকে! 🎈 শুভ জন্মদিন, বুড়ো! 😉
৭। 🎈 তোর জন্য আজ একটা দারুণ প্ল্যান করেছি—তোর কেকটা আমিই খাবো! 😜 শুভ জন্মদিন!
৮। 🎉 আজকের দিনে তুই নিজেকে রাজা ভাবতে পারিস, কিন্তু কেকটা ভাগ করে খেতে হবে! 😆 শুভ জন্মদিন!
৯। 🎁 আজকের দিনে তুই যা খুশি কর, কিন্তু মনে রাখিস, কাল কিন্তু সব ভুলে যাবো! 😜 শুভ জন্মদিন!
১০। 🎂 তোর বয়স বাড়ছে, আর তাই তোর মস্তিষ্কের জায়গাটা একটু সংকুচিত হচ্ছে! শুভ জন্মদিন, তোর জন্য শুভ কামনা! 😆
১১। দিন যায়, মাস যায়, বছর যায় আমি আমার ভাইয়ের জন্মদিন ভুলে যাই।😅
১২। ভাই তো জন্মদিনটা পুরো বছর ব্যাপী পালন করলে অনেক ভালো হইত। কেন জানিস? প্রতিদিন ভালো ভালো খাবার খাইতে পারতাম।
১৩। ট্রিট না দিলে আজকের পর তোকে আর, শুভ জন্মদিন ছোট বোন আমার, এই কথা আর ম্যাসেজ দিব না।
১৪। জন্মদিনের শুভেচ্ছা নিস ছোট বোন আমার। তোর বড় ভাই কিছুদিন আত্মগোপনে থাকবো। তোর জন্মদিনের ঘ্রাণ যাওয়ার পর ভাইয়াকে জানাইস!🙂
১৫। 🎉 আজ তোর বয়স বেড়ে গেল, তবে চিন্তা নেই, তুই এখনও বুড়ো হোস নাই! শুভ জন্মদিন! 😜